পলাশ রহমান: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেয়ো সালভিনির নিরাপত্তা আইনের বিরুদ্ধে মত প্রকাশ করেছে ভেটিকান। ক্যাথলিকদের তীর্থদেশ ভেটিকানের একজন প্রতিনিধি জানিয়েছেন, সমস্যাগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে গেলে অপরাধ হবে এমন আইন কে ভেটিকান মানবতা বিরোধী বলে মনে করে।
তিনি ভেটিকান নিয়ন্ত্রীত সব গির্জা আশ্রমকে নির্দেশ দিয়েছেন, মানবতার সাহায্যে অগ্রণী ভূমিকা রাখতে। পাশাপাশি ইতালিয় সরকারের প্রতি আহবান জানান, গীর্জার মানবিক কর্মকে আইন বিরুদ্ধ বলে বিবেচনা না করতে।
রোববারের ধর্মীয় ভাষনে পোপ ফ্রানসিকোও মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
অপর দিকে সিনোর সালভিনি এক ভিডিও বার্তায় বলেছেন, অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে কতোজন অনুপ্রবেশকারী অভিবাসীকে ইতালি জায়গা দিতে রাজি আছে? আমার উত্তর হলো- শূণ্য। ইতালি আর একজনকেও জায়গা দিতে রাজি নয়।
তিনি বলেন, মায়াকান্না না করে জার্মানি এবং হল্যান্ডের উচিত তাদের দেশের দরজা খুলে দেয়া।
উল্লেখ্য ইতালিয় সরকারের নতুন নিরাপত্তা আইনে অভিবাসী হতে আগ্রহীদের বেপারে কড়াকড়ি আরপ করা হয়েছে। যারা স্থানীয় ডকুমেন্ট ছাড়া ইতালিতে বসবাস করছে তাদের যদি কেউ সাহায্য করে নতুন আইনে সেও অপরাধী বলে গণ্য হবে।