ইতালী প্রতিনিধিঃ সিলেট ৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, তিতুমীর কলেজের সাবেক জিএস সারোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী রোমের বাংলাদেশী অধ্যুষিত তরপিনাত্তাস্থ স্পাইস অব ইন্ডিয়া রেষ্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়। জালালাবাদ কল্যাণ সংঘ (বৃহত্তর সিলেট) এর সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুল ও কামাল পারভেজের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব, জালালাবাদ কল্যাণ সংঘ (বৃহত্তর সিলেট) এর সাবেক প্রধান উপদেষ্টা আব্দুর সাইদ, রোমান খান মেসবাহ্, মোঃ জিয়াউর রহমান, আব্দুল মুকিত তালুকদার, জামিল উদ্দিন, ইকবাল আহমেদ, আমিনুল ইসলামসহ সিলেটের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ খান, মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, ইতালী আওয়ামী লীগ দপ্তর সম্পাদক হাবি মকদম, রোম মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ মামুন,মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামীমা পপি, বাংলাদেশ সমিতি ইতালী’র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বাবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালী শাখার সভাপতি মোজাহিদ হোসেন রতন, সাধারন সম্পাদক খান রিপনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব সারওয়ার তার নির্বাচনী এলাকার প্রবাসীদের উদ্যেশ্যে বলেন আপনারা প্রবাস থেকে যতটুকু পারেন আমার জন্য সহযোগীতা করবেন। তিনি নির্বাচিত হলে দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার ওয়াদা করেন। তিনি বলেন আমি নির্বাচিত হলে শুধু বিয়ানী বাজার-গোলাপগঞ্জবাসী নয় সমগ্র সিলেটবাসীর উন্নয়নের জন্য কাজ করব।