জাকির হোসেন সুমন : জাতীয় শোক দিবস ১৫ ই আগষ্ট পালন করলো ইতালীর ভেনিস শহরে শরীয়তপুর এসোসিয়েশন ভেনিস। শরীয়তপুর এসোসিয়েশন ভেনিসের সভাপতি রুহুল আমিন ছৈয়াল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল মামুন ঢালী ও সোহেলা আক্তার বিপ্লবীর পরিচালনায় ভিয়া আলেয়ারদি কলবে হলে শোক সভায় কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের র কর্মময় জীবন ও ইতিহাস এর কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন জাতির জনকের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। সেই বঙ্গবন্ধু র কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে ও মানুষের উন্নয়নে কাজ করছে। বক্তারা আরো বলেন প্রবাসের মাটিতে আওয়ামীলীগ কে চাঙ্গা করতে ইতালী সহ সকল শহরে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটির আহবান জানানো হয়। এ ছাড়াও পদ্মার ভাঙ্গনে শরীয়তপুর এলাকা নদী গর্ভে বিলিন হতে চলেছে।
শরীয়তপুর বাসী কে বাচাতে শরীয়তপুর এলাকায় স্হায়ী বেড়ী বাধ নির্মান এর দাবী জানিয়ে প্রধান মন্ত্রী র হস্তক্ষেপ কামনা করা হয়। উক্ত শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রুহুল আমিন ছৈয়াল, সাধারন সম্পাদক আল মামুন ঢালী, শরীয়তপুর এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবু ছায়েদ মাঝী, মো : লিটন মাদবর, মো: জাফর কাজী, দেলোয়ার হোসেন, রাসেল বেপারী, বিমান কোতোয়াল, আরো বক্তব্য রাখেন রতন বেপারী, নাগরীক কমিটি ভেনিসের সভাপতি আবুল কাশেম শিকদার, আকবর হোসেন বেপারী, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সহ সভাপতি আব্দুর বারী প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।