ইতালীতে রোম বনাম আরেচ্ছো ক্রিকেট ম্যাচ

লাবন্য চৌধুরীঃ সুস্থ ধারার বিনোদন যে কোন মানুষের, যে কোন বয়সের জন্য অপরিহার্য। আর সেই বিনোদন যদি খেলাধুলার মাধ্যমে আসে তবে তা হয় পরিপূর্ণ। কিন্ত প্রবাসের কর্ম ব্যস্ততার জীবনের ফাঁকে খেলাধুলার জন্য সময় বের করার পাশাপাশি একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা সত্যিই প্রশংসার দাবীদার।

নবীনগর প্রবাসী সংঘ আরেচ্ছো আয়োজন করে এমনই এক প্রীতি ক্রিকেট ম্যাচের। আয়োজনে কর্ণেলিয়া-বাতিসস্তিনি তরুণ দের দ্বারা গঠিত রয়েল স্পোটিং ক্লাব এবং একাদশ আরেচ্ছোর মধ্যে অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি ম্যাচ সকলে উপভোগ করে। ইটালীর প্রাচীন নগরী আরেচ্ছোর প্রেসকাওলা মাঠে রোম থেকে রয়েল স্পোটিং ক্লাব পৌছাঁলে ফুলেল অভিনন্দন জানান আরেচ্ছো একাদশ। টসে জিতে প্রথমেই ফিলডিং করার সিদ্ধান্ত নেন রোম রয়েল টীম। টি টুয়েন্টি এই ম্যাচে আরেচ্ছো একাদশের অর্জন ২৮০ রান। রোমের থেকে আগত রয়েল টীম ও ২৫৭ রান করে সব উইকেট হারিয়ে এবং এক ওভার বাকী থাকতে। খেলার জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্ত প্রতিযোগিতা পূর্ণ একটি খেলা সবাই উপভোগ করতে পেরেছে এখানেই সফলতা সকলের। রোম রয়েল টীমের পক্ষ থেকে রাজীব শতরান উপহার দেন এদিকে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হন আরেচ্ছো একাদশের প্রমাণ উল্লাহ সরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ( বৃহত্তর সিলেট) ইতালী এর সভাপতি অলি উদ্দিন শামীম। বিশেষ অতিথি রোম কমিউনিটি ব্যক্তিত্ব আযাদ ভুঁইয়া, সোহাগ খান এবং বাংলাদেশ এসোসিয়েশনে আরেচ্ছোর প্রধান উপদেষ্টা সেলিম মোড়ল, উপদেষ্টা আহসান উল্লাহ টিপু, নবীনগর প্রবাসী সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ক্যালচারাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রাজীব, নবী নগর প্রবাসী সংঘের সাধারন সম্পাদক আরাফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সরকার।
প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সহসভাপতিঃ অলি উদ্দিন শামীম,বিশেষ অতিথী বাংলাদেশ সমিতি-ইতালীর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ ভুঁইয়া দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এবং তারা এই ধরনের আয়োজন কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে পাশে থাকবেন বলেও জানান। জয়ী দলের অধিনায়ক নাজিমুদ্দিন রুবেল বলেন” আমরা আমাদের খেলা ধুলার মধ্যে দিয়েই দেশ কে বহিঃবিশ্বে তুলে আনতে চাই।” এদিকে রোম রয়েল টীমের অধিনায়ক সোহেল মিয়া ও সহ অধিনায়ক শামীম আলম বলেন” খেলায় জয় বা পরাজয় থাকবে কিন্তু প্রবাসে অবস্থানরত তরুণদের সমন্বয় করে এই ধরনের আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং দুই দলের সকল খেলোয়াড়দের প্রসংশা করেন ও ধন্যবাদ দেন। সেই সঙ্গে পরবর্তী ম্যাচে জয়ী হবার ও প্রত্যাশা ব্যক্ত করেন।”


রয়েল টীমের জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন রোমের কর্ণেলিয়া ও বাতিসস্তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ বাংকার সমিতি ইটালীর সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল, হেফজু মিয়া, সোহেল চৌধুরী, আলমগীর আলম, শেখ মামুন। রোম রয়েল টীমের খেলোয়াড়রা ছিলেন সোহেল মিয়া (অধিনায়ক) শামীম আলম( সহ অধিনায়ক), মোঃআজিজ, মোঃ রাজু, উজ্জ্বল মিয়া, সানাউল্লাহ্, জোবায়েত মিয়া, রবিউল হোসেন, ইমরান, মামুন, আসিফ, সাদ্দাম, রবিউল, রাজীব। বিশেষ সৌজন্য সহযোগিতায় সোহেল, শামীম, ইমরান, রনি, রবিন, রাজীব।

আয়োজক নবী নগর প্রবাসী সংঘ আরেচ্ছোর কার্যকরী পরিষদের নেতৃ বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, মাহাবুব বেপারী, খোকন মিয়া, সোহেল চৌধুরী, হাবিবুল্লাহ সরকার, মাসুম ভুঁইয়া, রাসেল সরকার, শরিফুদ্দিন, মনিরুজ্জামান মনির, মোঃ মনির, ফয়সাল সরকার সহ অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments