ইতালী প্রতিনিধিঃ ইতালীস্থ বরিশাল বিভাগ সমিতির আয়োজনে এবং বরিশাল বিভাগ যুব সমিতি, বরিশাল জেলা সমিতি, পিরোজপুর জেলা সমিতির আয়োজনে ইফতার, দোয়া মাহফিল এবং সেহেরীর আয়োজন করা হয়েছে। ১৬ বছরের ন্যায় এবারও রোমের মক্কি মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
এ সময় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডঃ আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা জি এম কিবরিয়া, ফয়েজ আহমেদ ফয়সাল, বরিশাল বিভাগ যুব সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সোহেল বক্সী, বরিশাল জেলা সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক স্বপন হাওলাদার, পিরোজপুর জেলা সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক সুমন মজিবর সহ আরো অনেকে। এ সময় রোমের রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। শবে কদরে নামাজ শেষে রাতে সেহেরীর ব্যবস্থা করা হয়। এ সময় নেতৃবৃন্দ আগাম ঈদের শুভেচ্ছা জানান।