জাকির হোসেন সুমন : ইতালীর ভেনিসে বসবাসরত আবদুল আজিজ সেলিমের মেয়ে আফরিন আজিজ ঋতু ইতালির ঐতিয্যবাহী ভেনিস ইউউভ বিশ্ববিদ্যালয়ের (università iuav di venezia) স্থাপত্য (architettura) বিভাগ থেকে জুনিয়র আর্কিটেক্ট ডিগ্রি অর্জন করেছেন।
এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতু মনিসহ অন্যান্য শিক্ষার্থীদের প্রথম তিন বছর সমাপ্তির ফলাফল ঘোষনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক, শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় সবুজ পাতার বিশেষ মুকুট পরিয়ে বরণ করে নেয়া হয়।
ঋতু মনি এখন থেকেই জুনিয়র আর্কিটেক্ট হিসাবে কাজ করতে পারবেন। তবে উচ্চ ডিগ্রির জন্য তাকে আরো অন্তত দু’বছর লেখাপড়া চালিয়ে যেতে হবে।
ঋতু মনি বলেন, ইতালির বাংলাদেশি কম্যুনিটির দ্বিতীয় জেনারেশন আমরা। আমাদের হাত ধরেই প্রবাসে বাংলাদেশের নাম উজ্জল হবে। আমাদের বাংলাদেশি কম্যুনিটি গৌরব অর্জন করবে।
ঋতু মনির বাবা আবদুল আজিজ সেলিম এবং মা শিরিন বেগম সকলের কাছে দোয়া চেয়েছেন। তাদের দুই সন্তানের মধ্যে ঋতু মনি বড়। অনেক ছোট বয়সে ঋতু মনি মা বাবার সাথে ইতালিতে আসেন।