যথাযোগ্য মর্যাদায় “বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন করেছে ইতালী বিএনপি। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে রোমের স্থানীয় একটি হলে, ইতালি বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আবারও রক্ষা করতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিরকে বিপুল ভোটে জয় যুক্ত করতে আহ্বান করেন।
মনিরুজ্জামান মনির : দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আর এই জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকারের মাধ্যমে এবং ভোটের বাক্সই থেকে গণতন্ত্র ও আইনের শাসনের জয় নিশ্চিত করতে আহ্বান জানান ইতালি বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুর রাজ্জাক। ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, প্রবাসে এবং দেশে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় নিরব ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি ফিরোজ খান, মইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, গাজী সালাউদ্দিন সুইট, যুগ্মসম্পাদক আবুল কালাম সায়মন, আল আমিন বিশ্বাস, সাংঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মৃধা শহিদুল ইসলাম, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আরো অনেকে।
বক্তারা বলেন, “বিপ্লব ও সংহতি দিবস” জাতীয় জীবনে গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সময় এসেছে বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আবারও রক্ষা করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিরকে বিপুল ভোটে জয় যুক্ত করবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের নিশ্চিত দেখে, আওয়ামী সরকারের অনেক নাটক দেখে হবে বলেও মন্তব্য করেন।