ইতালির রোমে অবস্থান করতেন প্রবাসী ব্যবসায়ী আনোয়ার খান। হঠাৎ করেই গত ১৪ নভেম্বর থেকে আনোয়ারকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। আজ ৪দিন পর আনোয়ার খানকে রোমের কাসেলিনা পার্কের গাছে ঝুলন্ত অবস্থায় ইতালির প্রসাশন মৃত উদ্ধার করে।
প্রশাসন তাৎক্ষনিক ভাবে কিছু জানায়নি, তবে তার এ মৃত্যু স্বাভাবিক নাকি কোন দূর্ঘটনা অথবা কোন দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে কিনা তা ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানান।
মৃত আনোয়ার খান এর বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়ায়। দূতাবাসের কাছে এ সর্ম্পকে কোন তথ্য আছে কিনা তা জানা যায়নি।
প্রবাসী বাংলাদেশী এমন মৃত্যু ঘটনা রোম শহরে কখনো ঘটেনি। তার এমন মৃত্যুতে সকলেই মর্মাহত।
উল্লেখ্য বর্তমান সরকারের ইমিগ্রেশন সংক্রান্ত নতুন আইন নিয়ে প্রবাসীরা অনেকটাই চিন্তিত, এসময় এমন মৃত্যুতে প্রবাসীরা অনেকটাই সংকিত।