রিয়াজ হোসেন, নাপলী থেকেঃ ১৫ ই অাগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্ট নিহতের সরনে দোয়া মিলাদ ও আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ নাপলী শাখা।
নাপলীর একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি জামাল সরকার। সাংগঠনিক সম্পাদক ফারুক হাসানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন নাপলী আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুদ্দুস হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ফেরদৌস উকিল, ফারুক মাতুব্বর, দেলোয়ার মোহাম্মদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বেপারী, যুব ও ক্রিড়া সম্পাদক তুষার হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন বাবুল, নাপলী মহানগর আওয়ামী লীগের সভাপতি এস্কান্দার আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক বাদল, মহিলা আওয়ামী লীগের নাজনীন আক্তার সহ আরো অনেকে।
১৫ আগষ্ট ও ২১ আগষ্ট নিহতের সরনে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পন করা হয়।
সভা শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।