ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী ওয়ালী উল্লাহ(৩৫) নিহত হয়েছেন । রোববার ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়ে এ ঘটনা ঘটে ।
প্রাইভেট কার নিয়ে ভেরোনার পথে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিং ভেঙে ধুমড়ে মুছড়ে উল্টো গেলে সে নিহত হয়।নিহতের বাড়ী সাতক্ষীরায় ।এদিকে গত দুই দিন তার হদিস না পাওয়া তার ভগ্নীপতি ব্রেসিয়ার অধিবাসী জালাল এ ব্যাপারে শনিবার পুলিশকে লিখিত অবহিত করেছিলেন বলে জানা যায়।
নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় দোকান নিয়ে ব্যবসা করতেন ।
তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সাতক্ষিরায় বসবাস করছে।
ওয়ালি উল্লাহের নিহত হওয়ার ঘটনায় সকল বাংলাদেশিরা গভীর শোকাহত। তার মরদেহ স্থানীয় মর্গে রয়েছে , তদন্ত শেষে এবং পরিবারের মতামতের মাধ্যমে স্থানীয় বাংলাদেশিরা মরদেহ বাংলাদেশে পাঠাবে । এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ।