ইতালী প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক বনভোজনের আয়োজন করেছে ইতালিস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি।
সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এই বনভোজনে সবাই স্বঃতস্ফুত ভাবে অংশগ্রহণ করে। ২২ জুলাই রোববার হওয়ায় রোমের ভিত্তোরিও, তুসকোলানা ও তরপিনাত্তারা থেকে সকাল ১০ টায় বাস যোগে কাপোদিমেন্তুোর উদ্দেশ্য রওনা হয়। মনোমুগ্ধকর পরিবেশে,নানা রকম খেলাধুলা আর কৌতুক, হাসি – আনন্দ আড্ডায় মেতে ছিলো বনভোজনে আসা সকলে।
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রনির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাবীব চৌধুরী,প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খান প্রিন্স,সাবেক সভাপতি শোয়েব দেওয়ান,জামান মোক্তার ,বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক মাহে আলম শ্যামল সহ সমিতির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি মন্ডলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক জোবায়ের আহমেদ রিপন, সহ সভাপতি কামরুল হাসান, আলম মাহমুদ, মিজান জামান, উম্মেহানি প্রিন্স, যুগ্ন সম্পাদক এলিন আহমেদ মিঠু ও আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ জাকির, মিজানুর রহমান রফিক সহ আরো অনেকে।
এ সময় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রনি
সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী মুন্সিগন্জ বিক্রমপুরবাসীর মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্যে এই সুন্দর আয়োজন।