কমরেড খোন্দকার : প্রতি বছরের মতো এ বছরও ইতালিতে বাংলাদেশ বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলানের উদ্যোগে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিলানে তাপসের রেস্টুরেন্টে স্থানীয় সময় সকালে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।
আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল এবং মিলান শহরের আশপাশের বসবাসকারী বাংলাদেশি ও শ্রীলঙ্কার প্রবাসী বৌদ্ধরা সংঘদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষণীয়।
উল্লেখ্য, বাংলাদেশে গরিব, দুস্থ ও এতিমদের সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকার নিয়ে ৬ বছর ধরে যাত্রা শুরুর পর থেকেই নিভৃতে বাংলাদেশের বৌদ্ধ সমাজের সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছে বাংলাদেশ বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান।
সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।