ইতালিতে উড়াল সেতু ভেঙ্গে নিহত ৩৫

কমরেড খোন্দকার : ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনভায় একটি সড়ক সেতু ধসে অন্তত ৩৫ নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়ক ১০এর ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়ে। ২শ দমকল কর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রচন্ড বৃষ্টির কারনে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। ১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কমকর্তা জানায় স্থানীয় সংবাদ মাধ্যমেকে জানায়,সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিলো সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। ১৯৬০ এর দশকে সেতুটি নির্মাণ করা হয়েছিলো। স্থানীয় সম্প্রচারমাধ্যমের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায় প্রায় ২০০ মিটার ধসে গেছে। জেনেভার মেয়র মারকো বুসি বলেন,সারা শহরে শোকের ছায়া নেমে এসেছে।প্রচন্ড বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ এগিয়ে চলছে।এদিকে এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। ইতালীয় পরিবহন মন্ত্রী দানিলো তনিইলি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments