ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে উড়ে যাওয়া উড়োহাজাজটির ফ্লাইট বিএস- ১৪১ কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সেটির দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার পৌঁছার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পথ বদলাতে হয়।
বিমানের সামনের চাকা না খোলায় সেটি দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে থাকে।ততক্ষণে জরুরী অবতরণের জন্যে প্রস্তুত হয় চট্রগ্রাম।সংকেত পাওয়া মাত্রই পাইলট চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণ করে। ১৫৩ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন ক্রু এবং চারটি শিশুসহ ফ্লাইটটিতে মোট ১৬৪ জন যাত্রী ছিল।অাল্লাহর অশেষ মেহেরবানীতে অক্ষত ও নিরাপদে রয়েছেন যাত্রীরা।