মনির মোল্যা : আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য এক সময়ের অবহেলীত সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর এলাকা আজ নগরে পরিনত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দুঃহসয়ের কান্ডারী সৈয়দা সাজেদা চৌধুরীর কোন বিকল্প নেই। তাই আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকায় মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পোড়াদহ বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।
কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ জামান বাবুল, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন আলী মিয়া, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কাইচাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সালথা উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খালিদ হোসেন বাকি মাষ্টার প্রমূখ।