মনির মোল্যা : ফরিদপুরের সালথা-নগরকান্দার প্রবীন আওয়ামী লীগ নেতা, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমামুল হোসেন তারা মিয়া একটি হত্যা মামলার মিথ্যা আসামি হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে তিনি বে-কসুর খালাস পেয়েছেন। খালাস পাওয়ার পর তাকে এক নজর দেখার জন্য সালথা বাসি অধিক আগ্রহে অপেক্ষা করছে।
জানা যায়, সালথা-নগরকান্দা উপজেলার সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় এই নেতার মুক্তির খবরে সবার মাঝে আনন্দ ফুটে উঠেছে।
শুক্রবার বাদ জুম্মা সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন মসজিদে ইমামুল হোসেন তারা মিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দুই উপজেলার সাধারণ মানুষ- তাদের নেতাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে।