মনির মোল্যা : আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে, যার যার ধর্ম সেই সেই পালন করবে। তাহলেই দুনিয়া ও পরপারে শান্তি পাবে।
মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর-২, আসনের কৃষ্ণপুর সার্বজনীন দূর্গাপূজা মন্দির পরিদর্শণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ উপনেতা আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবো। যাতে দেশে শান্তি ফিরে আসে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, ওদুদ মাতুব্বার, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন প্রমূখ।
এর আগে সংসদ উপনেতা তালমা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির, রাধানগর দূর্গাপূজা মন্দিরসহ সালথা-নগরকান্দার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শণ করেন।