এই কবিতাটি কবি খন্দকার ফারহানা মুন্নি লিখেছিলেন ১৯৯৮ সালে। নিচে কবিতাটি তুলে ধরা হলো।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী
কবি: খন্দকার ফারহানা মুন্নি
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৪৯ সালের ২৩ শে জুন
৩০০ জন জনপ্রতিনিধির সম্মুখে
মওলানা ভাসানীর আহবানে
ঢাকা কে, এম ,দাস লেনস রোজ গার্ডেনে
জন্ম নিলে তুমি আওয়ামী মুসলিম লীগ’নামে।
তরুণ নেতা শেখ মুজিব ছিলেন জেলে বন্দী
বাঙালির পক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী করলেন সন্ধি
১২ দফা কর্মসূচিকে গুটি গুটি পায়
আওয়ামী মুসলিম লীগ অগ্রগতির যাত্রা চালায়
১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর
মুসলিম বাদ দিয়ে হয় নামকরণ তোমার
আত্মপ্রকাশ হয় তোমার আওয়ামী লীগ’ নামে
সর্বজনীন গণতান্ত্রিক বাঙালির অধিকার নিয়ে
আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক দল
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ধরলেন আওয়ামী লীগের হাল
মুসলিম লীগ আর আওয়ামী লীগের রাজনৈতিক তোলপাড়
স্বৈরতন্ত্র আর গণতন্ত্রের বৈষম্যের বিচার
এরই মাঝে হোসেন শহীদ সোহরাওয়ার্দী করলেন ইন্তেকাল।
১৯৬৪ সালে আওয়ামী লীগের দায়
তরুণ নেতা শেখ মুজিব নিলেন মাথায়
আগরতলা মামলার কিংবা আমলাতন্ত্র
রুখতে পারেনি শেখ মুজিবের গণতন্ত্র
১৯৭৫ ঘাতকেরা আওয়ামী লীগ ধ্বংসের আশায়
মুজিব ও তার পরিবারকে করল পৃথিবী থেকে বিদায়
পৃথিবীর বুকে যতদিন থাকবে বাংলাদেশের নাম
অনির্বাণ শিখার মত তুমি উড়াবে জয়বাংলা নিশান
শুভ প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগ
আজীবন জ্বালাবে তুমি শেখ মুজিবের জয় বাংলার প্রদীপ।