আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজের শোভাযাত্রা

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে নির্বাচনী প্রচারণায় চমক দেখালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণার অংশ হিসাবে কাজী সিরাজুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার প্রচারণায় অংশ নেন।

বেলা ১১ টায় বাংলাদেশ কৃষকলীগের বোয়ালমারী উপজেলা অফিস থেকে কাজী সিরাজুল ইসলাম বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, দলীয় নেতাদের নিয়ে বোয়ালমারী বঙ্গবন্ধু সড়ক হয়ে বাইখির, বড়গা, সহস্রাইল, কাটাগড়, সূর্য্যগ, মুড়া, তামারহাজী, কালীনগর, রুপাপাত, জয়পাশা, ময়েনদিয়া, চিতারবাজার, দাদপুর, ভাটদি, বঙ্গেশ্বরদী, কাদিরদী বাজার, সাতৈর বাজারসহ পথসভায় বক্তব্য রাখেন।

সাধারণ মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কাজী সিরাজুল ইসলামকেই দেখতে চান। সেসব পথসভায় সুধীসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, এনজিও ব্যক্তিত্ব ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা কাজী সিরাজুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান । এসময় অনির্ধারিত পথসভাগুলো জনসভায় রুপ নেয়। মটরসভাযাত্রা পথ-প্রদক্ষিণ কালে হাজারো মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাকে করতালী ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বোয়ালমারী পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চান। বিভিন্ন পথসভায় কাজী সিরাজুল ইসলাম বলেন – “বাংলাদেশের প্রাণ হচ্ছে শেখ হাসিনা। আর শেখ হাসিনার নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই সূচনা হয়েছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার জনগনের সরকার। এই সরকারের আমলেই দেশের মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করছে। আওয়ামী লীগ সরকার ১০টাকা কেজি দরে চাল দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানজনক ভাতা দিচ্ছে। বিধবা ও বয়স্কা মহিলাদের বিশেষ ভাতা দিচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই এবং পড়ালেখার সুযোগ করে দিয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ নানা সুযোগ- সুবিধা দিয়েছে। দুস্থ সাংবাদিকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছে। ভূমিহীনদের জন্য বিনামূল্যে জায়গা দিয়েছে। যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদের ঘর তৈরী করে দিচ্ছে। একটি বাড়ী একটি খামার করে দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য ফিরিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উজ্জ্বল একটি নাম। কাজী সিরাজুল ইসলাম আরও বলেন- আওয়ামী লীগের আমলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশে আজ কোন সন্ত্রাস নেই। চাঁদাবাজ নেই। মাদকের বিরেদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে। ফলে যারা সন্ত্রাসী কর্মকান্ড করতো তারা এখন সন্ত্রাসী কর্মকান্ড বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্য করে সুখে শান্তিতে বসবাস করছেন। বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কাজের কারনে দেশের ভাবমূর্তি বিদেশের কাছে উজ্জ্বল হয়েছে। বিশ্ব নেতারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভূয়সি প্রশংসা করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সোলায়মান আহম্মেদ, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ দোলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম, আসাদুল করিম, কেন্দ্রীয় উপকমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন বিপুল সহ প্রমুখ ব্যক্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x