আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার রাত ১০টা ১৫ মিনিটের সময় এস আই জিল্লুর রহমান ও এ এস.আই আজিজুল ইসলাম আজিজসহ সংঙ্গীয় ফোর্স জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ গ্রেফতার করে।
কুখ্যাত মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম ওরফে জিহাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. আব্দুর রহমান এর ছেলে।
জানতে চাইলে এস আই জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জিহাদকে ইয়াবাসহ আটক করেছি। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।