মনির মোল্যা : ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তার পক্ষে মাঠ চষে বেরাচ্ছে তার কনিষ্টপুত্র লাবু চৌধুরী, করছেন গনসংযোগ, পথসভা, জনসভা, নৌকা মার্কায় ভোট চাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।
সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, আগে দলের মধ্যে কিছুটা সমস্যা ছিলো। সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী বিগত ৯ মাস মাঠে থেকে কঠিন পরিশ্রম করে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা জীবন বাজী রেখে এ আসনে নৌকা মার্কাকে জয়ী করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সর্বোচ্চ পরিশ্রম করছি নৌকাকে জেতানোর জন্য।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিয়য়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, সংসদ উপনেতা একজন দক্ষ-ত্যাগী ও প্রবীন রাজনীতিবিদ। ইতিপূর্বে ফরিদপুর-২ আসনের মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত ছিলো। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নগরকান্দা-সালথার মাটি ও মানুষের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা প্রতীক দেওয়ার পরে দলীয় স্বার্থে সমস্ত ভেদাভেদ ভূলে গিয়ে নৌকার বিজয়ের লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ার আরেক ধাপ উপরে নেওয়ার লক্ষে তার বিজয় সুনিশ্চিতের জন্য আমরা জীবন বাজী রেখে মাঠে নেমেছি। আগামী ৩০ তারিখে ভোটাররা আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান বলেন, সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরীর নেত্রীত্বে ফরিদপুর ২-আসনের আওয়ামী’লীগ এখন অন্য যেকোন সময়ের চেয়ে শক্তিশালী । তাই নৌকার বিজয় সুনিশ্চিত।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সাজেদা চৌধুরীর জন্য কাজ করছি বিজয় আমাদের হবেই।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সাজেদা চৌধুরীর জন্য কাজ করছে । নৌকার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।
সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন চৌধুরী বলেন, ফরিদপুর ২-আসনে সাজেদা চৌধুরীর পক্ষে গনযোয়ার শুরু হয়েছে, তাই এআসনে নৌকার বিজয় সুনিশ্চিত।
সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আমার মা সালথা-নগরকান্দায় যে উন্নয়ন করছে ফরিদপুর ২-আসনের জনগন ভোটের মাদ্ধোমে নৌকাকে বিজয়ী করে তাকে আবার সংসদে পাঠাবে। আমি বিশ্বাস করি উন্নয়নের স্বার্থে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিবে।