নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আয়োজনে শুক্রবার (২৫ মে) ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এম এ খান বেলালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি দেশ বরেণ্য অর্থনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত আধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, যার যার কর্ম কিংবা বংশ মর্যাযা আলাাদা হলেও আমরা বাংলাদেশী এটাই আমাদের সবচে বড় পরিচয়। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র দু’ দু’বার নির্বাচিত সাবেক সভাপতি ও ইতিহাস বিভাগের প্রবীণ প্রফেসর ড.শরিফ উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম মুর্তোজা, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাবেক পরিচালক কর্নেল(অব.) এম এ মতিন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহেদ হায়দার চোধুরী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন গোপালপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র ডেল্টা লাইফ ইন্সুরেন্স কো. লিঃ-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, এডভোকেট মোঃ মোহসিন পাটোয়ারী, ঢাক জজ কোট মিনিষ্টারিয়াল কমচারী সমিতির সেক্রেটারী কাজী সালাউদ্দীন দিদার ,গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয় অনলাইন পত্রিকা -নোয়াখালীমেইল.কম.বিডি- সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ঈমাম হোসেইন সহ কৃতি শিক্ষার্থীবৃন্দ।
ইঞ্জিনিয়ার মোঃ নুরনবী’ র পরিচালনায় এবং সাইফুল ইসলাম, এম এ জি বাবুল, মোঃ আবু হানিফ ও রইস উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীসহ গোপালপুর ইউনিয়নের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।