মনির মোল্যা : ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেছেন, সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে মা-বাবার খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে, সে দিকে খেয়াল রাখবেন। পিতা-মাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে প্রতিষ্ঠা করা। আসুন আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করি।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বার) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলার বাক্ষ্মনকান্দা এ.এস একাডেমির উদ্যেগে আয়োজিত মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান, অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল হোসেন, আলমগীর হোসেন, বাচ্চু ব্যাপারী, আক্কাছ আলী প্রমূখ।