রাজিউল হাসান পলাশ : ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মানুষের কল্যাণে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে তিনি এসময় দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের দোসর, অগ্নিসংযোগ ও সন্ত্রাস সৃষ্টিকারীদের প্রার্থী করেছে বিএনপি। নৌকায় ভোট দিয়ে তাদের উপযুক্ত জবাব দিতে হবে। নৌকাকে বিজয়ী করতে না পারলে তারা ক্ষমতায় গিয়ে দেশকে ধ্বংস করে দেবে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। যাতে কেউ এমন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।
জনসভায় প্রধানমন্ত্রী ঢাকা ২০ (ধামরাই) আসনের প্রার্থী বেনজীর আহমদ সম্পর্কে বলেন, বেনজীর আহমদ কে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।আপনার একটি ভোট বেনজিরকে দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া। ‘দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে চাই, নৌকা মার্কায় ভোট চাই। যাকে যেখানে প্রার্থী করেছি তাদের নৌকা মার্কায় ভোট দিতে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।
এ সময় উপজেলার ১৬টি ইউনিয়ন এবং পৌর এলাকার সর্বস্তরের আওয়ামী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন উক্ত সভাটি ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যাপক মোঃমিজানুর রহমানের সঞ্চালনায় পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাংগীর কবির (নানক), আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান,ঢাকা ২০ আসনের সংসদ সদ্য এম এ মালেক, উপজেলা আওয়ামী সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।