যুক্তরাজ্য ভিত্তিক আলোকচিত্র বিষয়ক অনলাইন সাময়িকী লেনস কালচারে “ভাসমান নায়কেরা” শীর্ষক লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি পুরস্কার- ২০১৮ এর সিরিজ ছবি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করায় প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্রী সৌরভ দাসকে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম সংবর্ধনা প্রদান করেছে।
৩০ জুন ২০১৮ শনিবার সন্ধ্যায় নগরীর সার্সন রোড়স্থ হাটখোলায় ঈদ পরবর্তী আড্ডা ও প্রীতিভোজে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংবর্ধনা দেয়া হয়।
এসোসিয়েশনের অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, পরিবহন নেতা আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ব্যবসায়ী আরশাদুর রহমান, আর্ন্তজাতি খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার শোয়েব ফারুকী, এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ১৭০টি দেশের আলোকচিত্রীদের মধ্যে সৌরভ দাশের আলোকচিত্র শীর্ষ স্থান অর্জন শুধু চট্টগ্রাম নয় পুরো দেশের গৌরব। আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম আজ ফটো দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। সৌরভ দাস আমাদের গর্ব ও অহংকারে পরিণত হয়েছে। তাঁর এ অর্জন চট্টগ্রাম তথা বাংলাদেশে ফটোসাংবাদিকদের দিকপাল হিসেবে কাজ করবে।
সংবর্ধনার জবাবে সৌরভ দাস বলেন, আমি দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে পেশাগত দক্ষতা অর্জনের জন্য কাজ করেছি। পুরস্কার পাওয়ার জন্য কাজ করিনি। ফটো তোলার পর এই ছবি গুলো ভাল লেগেছে তাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তিনি বলেন যে কেউ আত্মবিশ্বাসী হয়ে কাজ করলে সেখানে সফলতা আসবেই। শেষে ক্রেষ্ট দিয়ে আলোকচিত্রী সৌরভ দাশকে সংবর্ধিত করা হয়।
এছাড়াও সংবর্ধনা সভায় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক শামশুল আলম বাবু, অমিত দাশ, বাবুন পাল, সুমন গোস্বামী, আহাদুল ইসলাম বাবু, এমরাউল কায়েস, নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু, সনজীব দে বাবু, মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ পারভেজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর জামাল আতিক, সাইমুন আল মুরাদ প্রমুখ।