মনির মোল্যা : একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এজন্য আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে সব দলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শনিবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক উম্মে সালমা।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিলের আর মাত্র ৪/৫ মাস বাকি রয়েছে। এরপরে দেশে বিরাট একটা কর্মযজ্ঞ শুরু হবে। এই নির্বাচনটা আমরা যাতে অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলার সঙ্গে করতে পারি এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, ‘আমি আশা করি ইতিপূর্বে নির্বাচন কমিশন যে গতিতে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচন সম্পন্ন করেছে তেমনিভাবে আগামী জাতীয় নির্বাচনও সম্পন্ন করবে।’
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তি-শৃঙ্খলার সঙ্গে নির্বাচনে সকলেই অংশ নিতে চাই। এজন্য সবাইকে জাতীয় নির্বাচন পর্যন্ত দেশে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকতা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।