মনির মোল্যা : আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বারাংকুুলা উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজ বলেন, ঐক্যের বিকল্প কিছু নেই, ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে প্রত্যেক গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ভুলভ্রান্তি থাকতে পারে। দলের স্বার্থে সে সব মনে না রেখে দেশ ও জাতীর উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সফল রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশে প্রবক্তা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য আসাদুল করিম, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আহসান উদ্দৌলা (রানা), বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ শেখ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিন, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মামুন প্রমুখ।