মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে আখাউড়া উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান চলাকালে বিশেষ কায়দায় দুই নারী মাদক ব্যবসায়ীর পায়ে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় মোছা ফাতেমা বেগম (৩০) ও মোছাঃ সারবানু কে আটক করে, আটককৃত আসামীদের মধ্যে মোছাঃ ফাতেমা বেগম কে ছয় মাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা এবং মোছাঃ সারবানু (৪৫) কে এক বছরসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ শামসুজ্জামান।
গতকাল মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামছুজ্জামান মহোদয়ের নেতৃত্বে এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডিতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছা ফাতেমা বেগম (৩০) অপর জন হলেন, একই উপজেলার কুইয়াপানিয়া গ্রামের সাজন মিয়ার স্ত্রী মোছাঃ সারবানু (৪৫)।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামছুজ্জামান এর নেতৃত্বে ও বিজিবি আজমপুর ক্যাম্পের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে আজমপুর রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চালানো হয়। এসময় তল্লাশী ও অভিযানে রাত ১:৫০ মিনিটে গাজাঁ জাতীয় মাদক বিশেষ কায়দায় পায়ে স্কচটেপ দিয়ে বেধে পাচারকালে আজমপুর রেলস্টেশন এলাকায় হতে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে আটক করে।