মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যে দেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, তা কোন দিন হয়নি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। তাই আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে পুর্ণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ওদুদ মাতুব্বার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন গিয়াস, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বার, আওয়ামী লীগ নেতা এ্যাড. ইব্রাহিম হোসেন, খোরশেদ খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর আহব্বায়ক মনির হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, গট্টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমূখ।