আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় -সাজেদা চৌধুরী

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। তাই উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আবার নৌকায় ভোট দিন।

শনিবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র, রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবার চৌধুরী লাবু।

আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে উক্ত জনসভায় আরো বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মো. খসবু, খোরশেদ খান, দেলোয়ার হোসেন মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments