ইতালী আওয়ামী লীগের সম্মেলন এখন সময়ের দাবি – জাহাঙ্গীর ফরাজী
ষ্টাফ রিপোর্টারঃ দেশে বিদেশে বর্নাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে বাংলাদেশ আওয়সী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। বহির্বিশ্বে আওয়ামী লীগের অন্যতম শাখা সংগঠন ইতালী আওয়ামী লীগ। ইতালী আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের বাংলাদেশীদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছ ভিত্তরিওস্থ ভিয়া ফসকোলো একটি হলরুমে উদ্যাপিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা।
ইতালী আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয়ান আওয়ামী লীগ সহ সভাপতি কে এম লোকমান হোসেন, বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জি. এম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনেয়ারা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওযামী লীগ সহ সভাপতি আলী আহাম্মেদ ঢালি, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রউফ ফকির, জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডঃ আনিচুজ্জামান, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফতাব বেপারী, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, মিহলা বিষয়ক সম্পাদক তুহিনা জামান মলি, উপপ্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকসি, যুবনেতা মহিউদ্দিন মহি, মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদিকা শামিমা পপি, ইতালী আওয়ামী লীগ সদস্য ফারুক ফরাজীসহ বিভিন্ন আওয়ামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইতালী আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর ফরাজী তার বক্তৃতায় বাংলাদেশের সর্ববৃহৎ ও বয়োজেষ্ঠ্য সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস সকলকে স্মরন করিয়ে দিয়ে বলেন আওয়ামী লীগের হাত ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জন। এই প্রাচীনতম সংগঠনের আমরা হলাম গর্বিত কর্মী। জনাব জাহাঙ্গীর ফরাজী বলেন ইতালী আওয়ামী লীগের সম্মেলন এখন সময়ের দাবি। তিনি সর্বইউরোপীয়ান আওযামী লীগ ও ইতালী আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্ঠি আকর্ষন করে বলেন যথা সময়ে সম্মেলন হলে দলের মধ্যে চাঞ্চল্য য়িরে আসে, নতুন নেতৃত্ব তৈরী হয়, নেতার্মীরা উৎসাহিত হয়। তিনি আরো বলেন সম্মেলনের মাধ্যম্যে নতুন নেতৃত্ব তৈরী করে সংগঠনে গতিশীলতা ফিরিয়ে আনুন।
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, কারন উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরতœ শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন জনাব জাহাঙ্গীর ফরাজী। ইতালী আওযামী লীগ সাধারণ সম্পাদক জনাব হাসান ইকবাল বলেন বলেন এই সমাজের কতিপয় মুখোশধারী ব্যাক্তি নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, নোংরা অপপ্রচার চালাচ্ছে, যারা এধরনের গর্হিতকর কাজ করছেন তাদেরকে কোন মূল্যেই ছাড় দেওয়া হবে না। আমরা খুব শিঘ্রই প্রশাসনের সহায়তার এদের মুখোশ খুলে জনসমুখ্যে বিচার করা হবে।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।