ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে । পিছিয়ে নেই প্রবাসীরাও। নিজ নিজ এলাকায় ইতিমধ্যে অবস্থান করছে প্রবাসীরাও। আওয়ামী লীগের মনোনয়ন কিনবেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি, ন্যাশনাল এক্সচেঞ্চ কোঃ চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী, তিনি ইতিমধ্যে তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সাথে দেখা করেছেন। সোমবার নৌকার মনোননয়ন প্রত্যাশী হিসাবে শরিয়তপর -১ এর জন্য ফরম কিনবেন বলে জানাগেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর ফরাজীর কাছে মুঠেফোনে জানতে চাইলে তিনি বলেন মনোনয়ন চাওয়া দোষের কিছু না। যে কেউ মনোনয়ন চাইতে পারে। দেওয়ার নির্ভর করে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার উপর। আমরা মুজিব আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করব। আমি চাই ঐক্যবদ্ধ নৌকার জয়। সকল ক্ষেত্রে প্রবাসীদের এগিয়ে আসা উচিত।