নন্দিত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু‘র জনপ্রিয় সব গান নিয়ে ইতালি প্রবাসী শিল্পী মোরাদ খান তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে গান করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিংবদন্তী কথা স্মরন করিয়ে দেন।
আইয়ুব বাচ্চু চলে গেছেন এক মাস হলো। অক্টোবরের ১৮ তারিখ পৃথিবীকে বিদায় জানিয়ে মৃতদের কাফেলায় মিশে গেছেন এই কিংবদন্তী রকার। তিরিশ দিন পেরিয়ে গেলেও তাকে হারানোর শোক এখনো-কখনো ভুলতে পারেনি সংগীতপ্রেমীরা। আর এ কারনেই প্রয়াত আইয়ুব বাচ্চুকে স্মরন করে মোরাদ খানের এ আয়োজন।
মোরাদ খানের এই লাইভ আয়োজনটি জনপ্রিয় ফেসবুক ‘ইতালী প্রবাসী, আমরা ইতালী পরবাসী এবং প্রবাস টিভি’ সম্প্রচার করে। এসময় ইতালীসহ দেশ বিদেশের অনেকে গানের অনুষ্ঠানটি উপভোগ করেন।
দর্শকদের অনুরোধে মোরাদ খান একের পর এক আইয়ুব বাচ্চুর ’রূপালী গিটার, সেই তুমি, উড়াল দিবো আকাশে সহ জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠানটি চালিয়ে যান প্রায় ১ ঘন্টা। আর এই সময় জুড়ে দর্শকরা উপভোগ করেন প্রিয় শিল্পীর সেই কালজয়ী গান।
কমেন্টেসে সকলেই আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, আইয়ুব বাচ্চু এভাবেই বেঁচে থাকবে সবার হৃদয়ে ..