মনির মোল্যা : ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুর রহমান তার অসু্স্থ স্ত্রী রনিয়া আক্তারের জন্য বন্ধু-বান্ধন আত্তীও স্ববজ ও রাজনৈনিত সহ-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন। রহমান ও রনিয়া দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।
জানা যায় গত মঙ্গলবার আব্দুর রহমানের স্ত্রী হটাৎ পেটে ব্যাথা হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখা দিলে বৃহস্পতাবার তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ইমারজেন্সিতে ভর্তি করা হয়েছে। বর্তমানে রনিয়া চিকিৎস্যধীন অবস্থায় রয়েছে।
আব্দুর বলেন, আপনারা সকলে আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। সে যেন তারাতারি সুস্ত হয়ে উঠে।