রাজিউল হাসান পলাশঃ শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের পাশে উষ্ণতা ছড়াতে মানবতার আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়িয়েছে ধামরাই থানা পুলিশ। গতকাল গভীর রাতে কনকনে ঠান্ডার সময় রাস্তার পাশে শুয়ে বসে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শীতের কথা চিন্তা করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা নিজ উদ্যোগে বুধবার গভীর রাতে ধামরাই পৌর এলাকাসহ, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে শতাধিক ব্যাক্তিকে শীত নিবারণের জন্য চাদর ও কম্বল বিতরণ করেন এবং নিজ হাতে তাদের গায়ে চাদর পড়িয়ে দেন। এমন মহৎ উদ্যোগ পুলিশ ও সাধারণের সম্পর্ক স্থাপন এবং সম্মানের দৃষ্টিতে দেখছে স্থানীয়রা।
ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান (মাসুদ) ও শফিকুল ইসলামের নেতৃত্বে ধামরাই মুক্ত স্কাউট টিম শীত বস্ত্র বিতরণে ওসিকে সহযোগিতা করে। গভীর রাতে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।