প্রবাসে সাংবাদিকদের পরিবার “অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব” দীর্ঘ দিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসে বাংলা কমিউনিটিকে তুলে ধরতে বিভিন্ন প্রচার মাধ্যম সহ সাংগঠনিক কাজে নিয়োজিত রয়েছে।
সম্প্রতি সংগঠনটির সহ সভাপতি এমডি রিয়াজ হোসেন সংগঠন বিরোধী কাজ ও সাংবাদিকদের সম্মানহানীকর কর্মের জন্য অল ইউরোপিয়ান প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কার আদেশে বলা হয়েছে অলইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব-আয়েবাপিসির সংগঠনে গ্রুপিং সৃষ্টি, পেশাগত দায়িত্ব পালনে অসদাচরণ, এমনকি সাংবাদিকদের সামাজিক ভাবে সম্মানহানির মতো গর্হিত কাজ করার অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় অলইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি পদ থেকে রিয়াজকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য সংগঠনের সিদ্ধান্ত বুঝতে পেরে কিছুদিন আগে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সাথে সম্পৃক্ততা না থাকার কথা জানালেও পরর্বতিতে আবার সে গ্রুপে প্রবেশ করেন। সংগঠন তাকে সাধারণ সুযোগ দেয়া হলেও তার আচরণ তেমন কোন পরিবর্তন না হওয়ায় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক আবু তাহির সকলের ঐক্যমতের ভিক্তিতে এমডি রিয়াজ হোসেনকে বহিস্কার করেন। সাথে সাথে তার সাধারণ পদও বিলুপ্ত করেন। বহিস্কার আদের্শে বলা হয় তাদের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।