রাজিউল হাসান পলাশ : সকাল দশটা ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষ ভরে গেছে কচিকাঁচাদের দলে, সবার মুখেই আনন্দ আর আগ্রহের ছাপ আর অপেক্ষাতো রয়েছেই নতুন জামা হাতে পাবার। সকাল এগারোটার মধ্যে সব শিশুদের হাতে পৌঁছে গেছে নতুন জামা। সবার মুখেই হাসি, চোখে আনন্দের ঝিলিক, কেউ কেউ আবার নতুন জামার ঘ্রাণ নিচ্ছে। রিপোর্ট লিখার উদ্দেশ্যে কয়েকজন বাচ্চার সামনে গেলাম আনন্দে মশগুল ওরা শুধু একটা কথাই বলল “অঙ্কুর আমাকে ঈদ জামা দিয়েছে”।
ঢাকার ধামরাইয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত অলাভজনক সংগঠন “অঙ্কুর” প্রতি বছরের ন্যায় এবছরেও আসন্ন ঈদ উপলক্ষে ৩৫৮ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরন করেছে।
আজ মঙ্গলবার ১২ জুন সকাল এগারটায় ধামারাই উপজেলা মিলনায়তন কক্ষে নতুন জামা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সুবিধা বঞ্চিত শিশুদের হৃদয় ভরে উঠুক পবিত্র ঈদের আনন্দে, নতুন জামায় ঢেকে যাক দুঃখ-কষ্টের ঘন ছায়া” এ প্রতিপাদ্য সামনে রেখে বাস্তবায়িত হয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন অঙ্কুরের ৫ম প্রয়াশ।
“অঙ্কুর” এর উপদেষ্টা প্রথম আলোর সিনিয়র সাব এডিটর মাহমুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অবুল কালাম আজাদ, এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জিয়ারত আলী,সাবেক সহকারী শিক্ষক মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোঃ শফিকুর রহমান , মোঃ সোনা মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মোঃ কিবরিয়া, “অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাতা ও বেসরকারি টিভি চ্যানেল এনটিভির কর্মকর্তা মঞ্জুরুল হক রনি,শিক্ষক সজিব চৌধুরী ও সংগঠনটির সভাপতি সাদিয়া আরিফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন“অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক সজিব চৌধুরী।